Image
সংবাদ সমূহ
Image
তারিখ : ১০ মে ২০১৯

ওয়েবসাইট ও অ্যাপ্লিকেশন ব্যবহার সংক্রান্ত প্রশিক্ষণ

গত ২৮-২৯ এপ্রিল ও ৫-৬ মে ২০১৯ তারিখে বাংলাদেশ শিশু একাডেমিতে মোট দুই ব্যাচে  কিশোর-কিশোরী ক্লাব পরিচালনার জন্য ওয়েবসাইট ও অ্যাপ্লিকেশন ব্যবহার সংক্রান্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রত্যেক ব্যাচের প্রশিক্ষণ প্রতিদিন সকাল ১০টায় উদ্বোধনের মাধ্যমে শুরু হয়। প্রশিক্ষণের উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বেগম লাইলা জেসমিন। দুই ব্যাচের এই প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপত্ত্বি করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ‘একসিলারেটিং প্রটেকশন ফর চিলড্রেন (এপিসি) প্রকল্প’র প্রকল্প পরিচালক (উপ-সচিব) এস এম লতিফ। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আইনুল কবির- অতিরিক্ত সচিব (উন্নয়ন), আনজীর লিটন- পরিচালক, বাংলাদেশ শিশু একাডেমি ও মনিরা হাসান- চাইল্ড প্রটেক্টশন স্পেশালিস্ট  ইউনিসেফ বাংলাদেশ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়-এর তত্ত্বাধানে এই চারদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ পরিচলনা করে টুইস্টার মিডিয়া টেকনোলজি (প্রাঃ) লিমিটেড। চারদিনের এ প্রশিক্ষণে মোট ৬৭জন প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ দেয়া হয় এবং প্রশিক্ষণ শেষে দক্ষতার উপর সনদপত্র বিতরণ করা হয়।